Header Ads

টান্সফরমারে ওয়েল কেন ব্যবহার করা হয় ???

#TransformerOil
আজকে আমরা কথা বলবো টান্সফরমারে ওয়েল কেন ব্যবহার করা হয় ???

ইলেক্ট্রিক্যাল পাওয়ার ট্রান্সফরমার এ ইন্সুলেশন এর জন্য যে তেল ব্যবহার করা হয় তাকে ট্রান্সফরমার অয়েল বা ইন্সুলেটিং অয়েল বলা হয় । অশোধিত পেট্রোলিয়ামকে আংশিক পাতন এর মাধ্যমে এই তেল পাওয়া যায় । ট্রান্সফরমার এ এই ইন্সুলেশন অয়েল ব্যবহার করার মূল কারণ দুইটি :-
১ । ট্রান্সফরমার এর কোর (Core) এবং ওয়াইন্ডিংকে (Winding) সুরক্ষীত রাখতে । এছাড়া ইন্সুলেশন হিসেবে কাজ করে যাতে বায়ুমণ্ডল এর অক্সিজেন এর সাথে সরাসরি কন্টাক্ট এসে winding এ জারন বিক্রিয়া (Oxidation) না হয় ।
২। অতিরিক্ত তাপ শোষণ করে ট্রান্সফরমারকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে ।
সাধারণত দুই ধরণের ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা হয় । এই গুলো হল :-
১ । প্যারাফিন বেসড ট্রান্সফরমার অয়েল
২ । নেপথা বেসড ট্রান্সফরমার অয়েল
পাওয়ার ট্রান্সফরমার ছাড়াও হাই ভোল্টেজ ক্যাপাসিটর , হাই ভোল্টেজ সুইচ এবং সার্কিট ব্রেকার এ এই অয়েল ব্যবহার করা হয়ে থাকে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.