লাইটনিং প্রোটেকশন সিস্টেম নিয়ে কিছু কথা
➤লাইটনিং প্রোটেকশন সিস্টেম কি..?
কপার কন্ডাকটর ছাদের উপর ইন্সটলেশন করে কপার জয়েন্ট করার জন্য ক্রস বেস ব্যবহার করা হয়।
আর্থ রেজিস্টান্স পরিমাপ করার জন্য টেষ্ট লিংক বক্স ইন্সটলেশন করা হয়। এই টেষ্ট লিংক বক্সের মধ্যে কপারের ডাউন কন্ডাকটর জয়েন্ট করা হয়। রেজিস্টান্স পরিমাপ করার জন্য বক্স খুলে আর্থ টেষ্টারের সাহায্য রেজিস্টান্স পরিমাপ করা হয়।
এয়ার টার্মিনাল বেস রুফ কন্ডাক্টর বা কপারের তার ইন্সটলেশন করার পর তার উপরপ বসানো হয়। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ( BNBC ) এর নিয়ম অনুসারে ২০-২৫ ফিট পট পর এয়ার টার্মিনাল বেস বসানো হয়। ফ্যাক্টরির জন্য Accord Aliance এর নিয়ম অনুসারে একটি এয়ার টার্মিনাল বেস থেকে অন্য একটি এয়ার টার্মিনাল বেসের দুরুত্ব রাখা হয় সবোচ্চ ২০ ফিট।
কপার কন্ডাকটর হচ্ছে কপারের তার। যাকে রুফ কন্ডাক্টর বা ডাউন কন্ডাকটর ও বলা হয়। এই তারের ব্যাস হচ্ছে ২০x৩ মিলি মিটার। এই তার ছাদের উপর বিছানো হয়, যা ছাদ থেকে বিল্ডিং এর গা বেয়ে গ্রাউন্ডে বা মাটিতে যেয়ে আর্থ বোরিং এর সাথে যুক্ত হয়।
⟴For More Information Please Check This Video In Below :
লাইটনিং
প্রোটেকশন বলতে আমরা সবাই কম বেশি বজ্রপাত বা বজ্রবিদুৎ কি বুঝি। এই
অনাকাঙ্ক্ষিত বজ্রপাতের কারনে প্রতি বছর অনেক মানুষ প্রান হারাচ্ছে, আমাদের
বাসাবাড়ির ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি গুলো নষ্ট হচ্ছে । যেমন : ফ্রিজ,
টিভি, কম্পিউটার ইত্যাদির কয়েল পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। গড়ে পৃথিবীতে
প্রতিদিন ৪৪,০০০ হাজার বার বিদুৎ চমকায় এবং ১০০ লাইটনিং স্ট্রাইকের সৃষ্টি
করে। যা থেকে মোটামুটি ১০০০০০ কিলো ভোল্টের সৃষ্টি হয়। যা অতি মাএায়
বিপদজনক। এই চার্জ ১০ সেকেন্ডে কোন কিছু পুড়িয়ে ছাই করার জন্য যথেষ্ট।
# Lightning_Protection_System |
➣ বজ্রপাত কি..?
বজ্রপাত
হচ্ছে বিশাল বৈদুতিক স্পার্ক যা মেঘ ও মেঘ এর মধ্যকার ঘর্ষনের ফলে তৈরি
হয়। মেঘে মেঘে ঘর্শনের ফলে মেঘের মধ্যে বিদ্যমান থাকা পজেটিভ চার্জ ও
নেগেটিভ চার্জ মিলে বজ্রপাতের সৃষ্টি করে।
➣ বজ্রপাত থেকে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রক্ষার উপায় :
আমরা লাইটনিং প্রোটেকশন সিস্টেম ব্যাবহার করে বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি। লাইটনিং প্রোটেকশন সিস্টেম অনাকাঙ্ক্ষিত বিদুৎ ও আর্থ লিকেজ ভোল্টেজ থেকে আপনার বাসা বাড়ি, ফ্যাক্টরি ও আপনার ইলেকট্রিক্যাল এ্যাপলাইন্স কে রক্ষা করে। ১৭৫২ সালে বেনজামিন ফ্যান্কলিন প্রথম লাইটনিং প্রোটেকশন সিস্টেমের উৎভাবন করেন। তাই লাইটনিং প্রোটেকশন সিস্টেম ব্যাবস্থাকে ফ্যান্কলিন রড সিস্টেমও বলা হয়। এই ব্যাবস্থায় মূলত বাসা বাড়ি ছাদে কপারের রড বা এয়ার টার্মিনাল ইন্সটল করা হয় এবং কপারের রডের সাথে কপারের তার যুক্ত করে মাটি পর্যন্ত নিয়ে মাটিতে গভীর খনন করে কপার রড সাথে কয়লা দিয়ে পুতে দেওয়া হয়। বর্ষাকালে যখন মেঘে মেঘে ঘর্ষনের ফলে বজ্রপাতের সৃষ্টি হয় তখন এয়ার টার্মিনাল বা কপার রড বজ্রপাতের মধ্যে থাকা অনাকাঙ্ক্ষিত বিদুৎকে নিজের দিকে আকর্শন করে সকল বিদুৎ কোন প্রকার ক্ষয়-ক্ষতি ছাড়ায় গাউন্ডে বা মাটিতে বিদুৎ ডিসচার্জ করে।
আমরা লাইটনিং প্রোটেকশন সিস্টেম ব্যাবহার করে বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি। লাইটনিং প্রোটেকশন সিস্টেম অনাকাঙ্ক্ষিত বিদুৎ ও আর্থ লিকেজ ভোল্টেজ থেকে আপনার বাসা বাড়ি, ফ্যাক্টরি ও আপনার ইলেকট্রিক্যাল এ্যাপলাইন্স কে রক্ষা করে। ১৭৫২ সালে বেনজামিন ফ্যান্কলিন প্রথম লাইটনিং প্রোটেকশন সিস্টেমের উৎভাবন করেন। তাই লাইটনিং প্রোটেকশন সিস্টেম ব্যাবস্থাকে ফ্যান্কলিন রড সিস্টেমও বলা হয়। এই ব্যাবস্থায় মূলত বাসা বাড়ি ছাদে কপারের রড বা এয়ার টার্মিনাল ইন্সটল করা হয় এবং কপারের রডের সাথে কপারের তার যুক্ত করে মাটি পর্যন্ত নিয়ে মাটিতে গভীর খনন করে কপার রড সাথে কয়লা দিয়ে পুতে দেওয়া হয়। বর্ষাকালে যখন মেঘে মেঘে ঘর্ষনের ফলে বজ্রপাতের সৃষ্টি হয় তখন এয়ার টার্মিনাল বা কপার রড বজ্রপাতের মধ্যে থাকা অনাকাঙ্ক্ষিত বিদুৎকে নিজের দিকে আকর্শন করে সকল বিদুৎ কোন প্রকার ক্ষয়-ক্ষতি ছাড়ায় গাউন্ডে বা মাটিতে বিদুৎ ডিসচার্জ করে।
➢ লাটনিং প্রোটেকশন সিস্টেম এ ব্যাবহৃত কিছু ম্যাটেরিয়ালস এর ছবি ও কাজ :
- ক্রস বেস :
কপার কন্ডাকটর ছাদের উপর ইন্সটলেশন করে কপার জয়েন্ট করার জন্য ক্রস বেস ব্যবহার করা হয়।
কপার কন্ডাকটর জয়েন্ট করার জন্য ক্রস বেস |
- টেষ্ট লিংক বক্স :
আর্থ রেজিস্টান্স পরিমাপ করার জন্য টেষ্ট লিংক বক্স ইন্সটলেশন করা হয়। এই টেষ্ট লিংক বক্সের মধ্যে কপারের ডাউন কন্ডাকটর জয়েন্ট করা হয়। রেজিস্টান্স পরিমাপ করার জন্য বক্স খুলে আর্থ টেষ্টারের সাহায্য রেজিস্টান্স পরিমাপ করা হয়।
টেষ্ট লিংক বক্স |
- এয়ার টার্মিনাল বেস :
এয়ার টার্মিনাল বেস রুফ কন্ডাক্টর বা কপারের তার ইন্সটলেশন করার পর তার উপরপ বসানো হয়। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ( BNBC ) এর নিয়ম অনুসারে ২০-২৫ ফিট পট পর এয়ার টার্মিনাল বেস বসানো হয়। ফ্যাক্টরির জন্য Accord Aliance এর নিয়ম অনুসারে একটি এয়ার টার্মিনাল বেস থেকে অন্য একটি এয়ার টার্মিনাল বেসের দুরুত্ব রাখা হয় সবোচ্চ ২০ ফিট।
এয়ার টার্মিনাল বেস এয়ার টার্মিনাল বেস বসানো অবস্থায় |
এয়ার টার্মিনাল সাধারনত রিসিভারের মত কাজ করে। যখন বজ্রপাত হয় থখন এই এয়ার টার্মিনাল অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ কে নিজের দিকে আকর্ষণ করে গ্রাউন্ড বা মাটিতে পাঠিয়ে দেয়। এয়ার টার্মিনাল বেসের উপর থ্রেট কেটে এয়ার টার্মিনাল বসানো হয়। |
এয়ার টার্মিনাল |
- কপার কন্ডাক্টর :
কপার কন্ডাকটর হচ্ছে কপারের তার। যাকে রুফ কন্ডাক্টর বা ডাউন কন্ডাকটর ও বলা হয়। এই তারের ব্যাস হচ্ছে ২০x৩ মিলি মিটার। এই তার ছাদের উপর বিছানো হয়, যা ছাদ থেকে বিল্ডিং এর গা বেয়ে গ্রাউন্ডে বা মাটিতে যেয়ে আর্থ বোরিং এর সাথে যুক্ত হয়।
⟴For More Information Please Check This Video In Below :
good post..☺
উত্তরমুছুনthanks for your valuable comment ☺
মুছুনvery helpfull🖐
উত্তরমুছুনthanks brother 😍
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
মুছুন