Header Ads

Why Transformer rating is In KVA ??

#Transformer
 #ট্রান্সফরমার 
 #idea_engineering_solution

ট্রান্সফরমারের রেটিং KVA তে প্রকাশ করা হয় কেন? যদি আপনাকে কোন viva বা Interview Broad -এ প্রশ্ন করা হয় যে, Transformer এর Rating KW-এ প্রকাশ না করে কেন KVA-তে প্রকাশ করা হয়? এই প্রশ্নটি প্রায় প্রতিটি চাকুরির পরীক্ষা বা Viva Broad-এ প্রশ্ন করা হয়। Electrical Machine অথবা Device গুলোর মধ্যে যে Device গুলো Power Consume করে বা গ্রহন করেথাকে সেই Device গুলোর Rating Watt বা KW -এ প্রকাশ করা হয়। যেমন 5Kw হিটার Motor-ইত্যাদি।আর যে Machine অথবা Device গুলো Power Produce করে বা power-এর Level Change করে। সেই Machine বা Device গুলোকে Rating-VA বা KVA -তে প্রকাশ করা হয় । যেমন অল্টারনেটর Transformer ইত্যাদি। তাই আজ আমরা এই Video-তে দেখবো যে Transformer এবং Alternator-এর Rating কেন KVA-তে প্রকাশ করা হয়।
https://www.youtube.com/watch?v=B2u7rlLs1S4&t=10s
 
For More Information Watch This Video:
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.