একটি ভালো সিভির গুরুত্ব কতখানি ?
✅একটি ভালো সিভির গুরুত্ব কতখানি ?
👉 জব পাওয়ার ক্ষেত্রে চাকুরিদাতার সাথে আপনার সাক্ষাৎ হওয়ার আগে আপনার সিভির সাক্ষাৎ হবে। কথায় আছে প্রথম দেখায় প্রেম! আসলেই আগে দর্শনদারী পরে গুন বিচারী। এক্ষেত্রে সিভির চেহারা যদি সুন্দর হয় আর এতে চাকুরীদাতা যদি আগে আপনার সিভির প্রেমে পড়ে যায়, তাহলে প্রথম দেখায় প্রেম হয়ে গেল ধরে নেন। সেক্ষেত্রে আপনাকে সাক্ষাৎ এর জন্য ডাকা আর এই ডাকে আপনার চাকুরী হওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। আপনি কি চান আপনার সিভিটি দেখে চাকরিদাতা ছুড়ে ফেলে দিক? নাকি চান চাকরিদাতা আপনাকে ভাইভার জন্য ডাকুক। সিভি দেখেই চাকরিদাতার মনে হতে পারে, আরে, একেইতো খুজছি আমি এতদিন।
👉 আপনার সিভি আপনি লিখতে পারাটাই সবচেয়ে উত্তম তবে যারা সদ্য পাস করে বেরিয়েছেন অথবা যারা চাকরি করছেন এবং আরো ভালো চাকুরি খুঁজছেন কিন্তু ভাল একটি সিভি লেখার অপনার সময়, সুযোগ, সামর্থ হয়নি যারা দুনিয়ায় হাজার হাজার সিভির ফরম্যাট পেয়েছেন কিন্তু নিজেরটা তৈরি করতে পারেননি।
👉 করোনার পরে পৃথিবীটা হবে অনেক বড় চ্যালেঞ্জিং, বহু মানুষ জব হারাবে। এরই মধ্যে নতুন জব পেতে এবং ভালো জব পেতে আপনার সিভির গুরুত্ব অপরিসীম। আপনি হয়ত খুবই দক্ষ অভিজ্ঞ এবং ঐ কাজের উপযুক্ত মানুষ কিন্তু আপনার সিভি দেখে নিয়োগকর্তা আপনাকে ডাকলোই না। ব্যাপারটা খুব খারাপ হবে নিশ্চই তাই সিভি সুন্দর হওয়া অতীব জরুরী।
👉 বিডি জবস একাউন্ট ওপেন অথবা সিভি লিখিয়ে নিতে চাইলে যোগাযোগ করুন:
• ফোন : 01575357359
• ইমেইল : idealabbd9@gmail.com
👉 লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল লিংক :
✅http://www.youtube.com/c/ideaengineeringsolution
👉 কোন প্রশ্ন থাকলে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে :
✅https://www.facebook.com/groups/231597184166744/
👉 নতুন নতুন সব পোষ্ট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ :
✅https://www.facebook.com/ideaengineeringsolutionbd
ধন্যবাদ ✌
কোন মন্তব্য নেই