Header Ads

লাইটনিং প্রোটেকশন সিস্টেম রিস্ক নির্নয় করার পদ্ধতি :


➢Lightning_Protection_System_Risk_Assessment


⇒লাইটনিং প্রোটেকশন সিস্টেম কি.?

লাইটনিং প্রোটেকশন সিস্টেম হচ্ছে এমন এক প্রকার ব্যাবস্থা যা বজ্রপাত, অনাকাঙ্ক্ষিত বিদ্যুত ব্যাবস্থা ও আর্থ লিকেজ কারেন্ট থেকে আমাদের ব্যাবহৃত ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ গুলোকে সুরক্ষা প্রদান করে।

⇛ লাইটনিং প্রোটকশন সিস্টেম ব্যাবস্থা কত প্রকার.?

বজ্রপাতের বিরুদ্ধে কাঠামোগত সুরক্ষার জন্য পাঁচ ধরনের বজ্রপাত সুরক্ষা ব্যবস্থা রয়েছে
  •  লাইটনিং রড।
  •  মেশড্ কন্ডাকটর।
  •  ক্যাটেনারি ওয়্যার্স।
  •  আর্লি স্টীমার ইমিশন লাইটনিং প্রোটেকশন সিস্টেম।
  •  ন্যাচারাল প্রটেকশন সিস্টেম।

তবে, লাইটনিং রড সিস্টেম সারা পৃথিবীতে বেশী ব্যাবহার করা হয়। তাই আজকে আমরা লাইটনিং রড প্রোটেকশন সিস্টেম নিয়ে কথা বলবো।

⇛লাইটনিং রড প্রোটেকশন সিস্টেম আবার চার প্রকারের হয়ে থাকে। 
 যেমন :
  •  ক্লাস এ টাইপ :
ক্লাস এ টাইপ লাইটনিং প্রোটেকশন সিস্টেম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, কম্পিউটার সেন্টার ও মিলিটারি এ্যাপলিক্যাশন এ ব্যাবহার করা হয়।

  •  ক্লাস বি টাইপ :
ক্লাস বি টাইপ লাইটনিং প্রোটেকশন সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ব্যাবহার করা হয়।

  •  ক্লাস সি টাইপ :
ক্লাস সি টাইপ লাইটনিং প্রোটেকশন সিস্টেম হসপিটাল, ব্যাংক, মিউজিয়াম, অফিস বিল্ডিং ২০০০ বর্গ মিটারের জন্য ব্যাবহার করা হয়।

  •  ক্লাস ডি টাইপ :
ক্লাস ডি টাইপ লাইটনিং প্রোটেকশন সিস্টেম ছোট কোন স্থাপনা, বাসা-বাড়ি জন্য ব্যাবহার করা হয়।





⇛ লাইটনিং প্রোটেকশন সিস্টেম রিস্ক কিভাবে নির্নয় করা হয়..?

লাইটনিং প্রোটেকশন রিস্ক নির্নয় করার জন্য সাইট ভিজিট করে নকশা তৈরি করা হয়, বিল্ডিং এর উচ্চতা, দৈঘ্য, প্রস্থ হিসাব করে লাইটনিং প্রোটেকশন সিস্টেমর ডিজাইন তৈরি করা হয়।

⇛লাইটনিং প্রোটেকশন সিস্টেম রিস্ক নির্নেয়ের উদ্দেশ :
  •  জাতীয় ও আন্তর্জাতিক মানের সুরক্ষা ব্যাবহার করা।
  •  লাইটনিং প্রোটেকশন সিস্টেমর বিপদ সমূহ চিন্হিত করা ও সংশোধনমূলক ব্যাবস্থা করা।
  •  বিল্ডিং ও কাঠামোর সাথে জড়িত বজ্রপাত ঝুকি নির্নয় করা।
  • ঝুকির উপর ভিওি করে উুপুযুক্ত লাইটনিং প্রোটেকশন সিস্টেম নির্বাচন করা।

⇛ লাইটিং প্রোটেকশন সিস্টেম যে জাতীয় ও আন্তর্জাতিক মানের উপর ভিওি করে করা হয় তা নিয়ে বিস্তারিত জানার জন্য :

  •  ন্যাশনাল ফায়ার প্রটোকশন এসোসিয়েশন  NFPA 780 : 2014
  •   ওয়েল ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট (OSID) 180
  •  আ.ই.সি স্ট্যান্ডার্ড লাইটনিং প্রোটেকশন  ( IEC 62305)
  • অ্যামেরিকান প্যাট্রোলিয়াম ইন্সটিটিউট  (API)  RP 2003 - Lightning Protection Standard


⇛বিল্ডিং এর লাইটনিং প্রোটেকশন ডিজাইনের জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এর কিছু রিস্ক ও রিস্ক নাম্বারসহ পিডিএফ বুক নিচে লিংক দেওয়া হলো :
https://drive.google.com/file/d/1ECQaeke5A52edikw2bvYtYyv_isRMPfd/view?usp=drivesdk

⇛ন্যাশনাল ফায়ার প্রটোকশন এসোসিয়েশন  NFPA 780 : 2014 পিডিএফ বুক নিচে লিংক দেওয়া হলো : https://drive.google.com/folderview?id=17qD6wL8eRzwslWYa1LA4Ajmydyye5Sdw



⇛লাইটনিং প্রোটেকশন সিস্টেম স্থাপনের বেসিক কিছু টিপস্ :
• একটি আর্থ পিট থেকে অন্য একটি আর্থ পিটের দুরত্ব সবোচ্চ ১০০ ফিটের মধ্যে থাকতে হবে।
• ফ্যাক্টরির জন্য একটি এয়ার টার্মিনাল থেকে অন্য একটি এয়ার টার্মিনালের দুরত্ব সবোচ্চ ২০ এর মধ্যে থাকতে হবে এ্যাকর্ড এ্যালাইন্স এর নিয়ম অনুসারে।

• রুফ টপে যদি কোন প্রকার স্টীল এর যন্ত্রাংশ থাকে তবে তার সাথে কপার কন্ডাকটর বন্ডিং করে দিতে হবে।
• কপার ক্রস কানেকশন গুলো জয়েন্ট করার জন্য ক্রস বেস ব্যাবহার করে জয়েন্ট করতে হবে।
• রুফ টপ এরিয়ার প্রস্থ যদি ৫০ ফিটের উপরে হয় তাহলে আড়াআড়ি ভাবে রুফ কন্ডাক্টর স্থাপন করতে হবে।



⇛লাইটনিং প্রোটেকশন সিস্টেমের চারটি প্রধান অংশ  হলো :

  • এয়ার টার্মিনাল
  • কপার ফ্লাট বার বিল্ডিং এর ছাদে ব্যাবহার করার জন্য।
  • কপার রড গ্রাউন্ডিং করার জন্য।
  •  আর্থ বোরিং।
⇛লাইটনিং রড কি পরিমান কারেন্ট বহণ করতে পারে.?

লাইটনিং রড গুলো সাধারণত ১০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ বহণ করতে পারে।


⇛লাইটনিং প্রোটেকশন নিয়ে বিস্তারিত জানতে আমাদের পূর্বের লিখাটি পড়ুন :
https://ideaengineeringsolution.blogspot.com/2019/12/blog-post_61.html

লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে প্লিজ শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে :  http://www.youtube.com/c/ideaengineeringsolution

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.