Header Ads

PFI কি ? PFI ক্যালকুলেশন কিভাবে করা হয় ?


পাওয়ার ফ্যাক্টর নিয়ে বিস্তারিত আলোচনা :


• PFI এর ফুল ফর্ম হচ্ছে Power Factor Improvement. 


• পাওয়ার ফ্যাক্টর কি ? 

এসি সার্কিটে ভোল্টেজ ও কারেন্টের মধ্যকার কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।

• কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয় ? 


পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট না করলে আমরা আউটপুটে কাঙ্খিত পাওয়ার পাওয়া যায়না। কখনো 
ভোল্টেজ বেশী আবার কখনো বা কারেন্ট বেশী পাওয়া যায়। ছোটবেলায় টম এন্ড জেরি দেখেছেন নিশ্চই, কখনো টম জেরির পিছনে ছুটছে, কখনোবা জেরি টমের পিছনে ছুটছে। পাওয়ার ফ্যাক্টরে তেমনি কারেন্ট ও ভোল্টেজের লুকোচুরি খেলা। PFI Plant এর কাজ হচ্ছে কারেন্ট ও ভোল্টেজের এই লুকোচুরি খেলা বন্ধ করে, কারেন্ট ও ভোল্টেজকে একটু কাছে আনা এবং এদের Phase Angle কিছুটা কমিয়ে আনা। আমরা জানি Cos@ এর মান 0.8 অর্থাৎ এই মান কে উন্নতি করে 0.8 থেকে 0.97 বা 1 করা এটাই PFI Plant মুখ্য কাজ।

• পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার সুবিধা কি ?

পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার অনেক সুবিধা আছে। যেমন :
১. বাসবারের সাইজ কম লাগে। 
২. সুইচগিয়ারের রেটিং কমে যায়। 
৩. কারেন্টের লস কম হয়।

• কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা হয় ? 


সারা পৃথিবীতে সাধারনত ৩ টি স্টেপে PFI ক্যালকুলেশন করা হয়। যেমন :
১. 200 KVAR এর নিচে হলে ৬ টি স্টেজে সাজানো হয়। 
২. 1600 KVAR এর নিচে কিন্তু 200 KVAR এর উপরে হলে ১২ টি স্টেজে সাজানো হয়। 
৩. 1600 KVAR এর উপরে হলে ২৪ টি স্টেজে সাজানো হয়। 

বি:দ্র : ভাল মান পাওয়ার জন্য ছোট থেকে বড় স্টেজে সাজানো ভাল।  

পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট রেটিং চার্ট :

PFI ক্যালকুলেশন নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেখুন :



ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ❤

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.