Header Ads

ওভারহেড লাইনে অ্যালুমিনিয়াম ক্যাবল ব্যবহার করা হয় কেন ?

• আপনি কি জানেন ওভারহেড লাইনে কি ক্যাবল ব্যবহার করা হয়.? 



একটু খেয়াল করে দেখলে হয়ত দেখেছেন ওভারহেড লাইনে অ্যালুমিনিয়ামের ক্যাবল ব্যবহার করা। আর এই ক্যাবলের নাম হচ্ছে ACSR।

•  ACSR এর ফুল ফর্ম হচ্ছে Aluminium Conductor Steel Rainforced


•  এখন আপনার মনে হতে পারে রেসিডেন্সিয়াল ও  ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কপার ক্যাবল ব্যবহার করা হয় কিন্তু ওভারহেড লাইনে অ্যালুমিনিয়াম ক্যাবল কেন.?


প্রথমত যদি ওভারহেত লাইনে কপার ক্যাবল ব্যবহার করা হত তাহলে ওহারহেড লাইনে কষ্ট বেড়ে যেত। কপার ক্যাবলের জন্য বেশী সাপোর্ট প্রয়োজন হতো। এর ফলে মেইনটেন্সে কষ্ট ও বৃদ্ধি পেত। অন্যদিকে অ্যালুমিনিয়াম ক্যাবলের দাম কম। ওভারহেড লাইনে ব্যবহারের ফলে ওহারহেড লাইনে সাপোর্ট কম লাগে। অ্যালুমিনিয়াম ক্যাবলের টেনসাইল স্ট্রেন্থ বেশী, ওজনেও হালকা। তাই ওহার হেড লাইনে অ্যালুমিনিয়াম ক্যাবল ব্যবহার করা হয়।

• ট্রান্সমিশন লাইন ভোল্টেজ ১৩২, ৬৬, ৩৩ ও ১১ কেভি হয় কেন দেখুন ভিডিওতে



ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং এর প্যার্কটিক্যাল জ্ঞান অর্জন করতে আমাদের ইউটিউব চ্যানেল আপনার জন্য হেল্পফুল হতে পারে। আমাদের কোর্স আউটলাইন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন। 
• YouTube Channel Link - www.youtube.com/c/ideaengineeringsolution


• আমাদের ভিডিও গুলো আপনার কাছে হেল্পফুল মনে হলে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা লেকচার গুলোর ডকুমেন্টস এবং সফটওয়্যার লিংক , টাইমলাইনে শেয়ার করে রাখুন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.