Header Ads

বৈদ্যুতিক_সিস্টেমের_নিরাপওা_সর্তকতা

আমরা অনেক সময় বৈদ্যুতিক কাজ করার সময় কিছু ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে, যা থেকে ঘটে যেতে পারে হয়তো অনেক বড় দুর্ঘটনা। " Make Safety Your 1st Priority " তাই আজকের এই টপিকে বৈদ্যুতিক কাজের নিরাপওা সর্তকতা নিয়ে জানবো।

 LOTO - লক আউট ও ট্যাগ আউট হচ্ছে এক প্রকার সেফটি ম্যাটেরিয়ালস । যা ইন্ডাস্ট্রিতে বা কন্সট্রাকশন সাইটে মেইনটেনেন্স কাজের সময় সেফটি ইনশিওর করতে ব্যবহার করা হয়। সহজ কথায় লক আউট ও ট্যাগ আউট হচ্ছে মেইনটেনেন্স কাজ করার সময় বিপদজনক মেশিনগুলো থেকে এ্যাকসিডেন্ট থেকে বাচার জন্য মেশিনে প্যাডিস্টাইল লক ব্যবহার করে, ট্যাগ লাগানো হয়। যেন দুর্ঘটনাবশত মেশিন অন হয়ে কোন প্রকার ক্ষতি না হয়।  বিস্তারিত দেখুন ভিডিওতে :
https://youtu.be/SWlnRkFmlZ0

কেন লকআউট ও ট্যাগআউট ব্যবহার করা হয়.?

১. যে কোন বিপদজনক অবস্থা থেকে সুরক্ষা পেতে।

২. বিপদজনক মেশিনগুলো চিহ্নিত করে সুরক্ষা প্রদান করা।

৩. মেইনটেনেন্স কাজ পরিচালনার সময় যে কোন প্রকার দুর্ঘটনা যেন না ঘটে তাই ব্যবহার করা হয়।

আমাদের লেখাগুলো আপনার কাছে হেল্পফুল মনে হলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দিন। 

#বৈদ্যুতিক_সিস্টেমের_নিরাপওা_সর্তকতা
#LOTO ( LockOut - TagOut )

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.