Header Ads

সহজ ভাষায় ওহমের সূত্র বিস্তারিত আলোচনা

• ওহমের সূত্র: স্থির তাপমাত্রায় কোন সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ঐ সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক ও রেজিস্ট্যান্সের ব্যাস্তানুপাতিক ।
অর্থাৎ V∞I বা V=IR 

মিঃ ওহম কেবল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেননি, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের পরিমানগুলির পরিমাপও তার নামে নামকরন করেছেন। মানে হচ্ছে রেজিস্ট্যান্সের একক এর নামকরন করেছেন ওহম। 
ওহম’স ল মনে রাখার সহজ উপায় হচ্ছে চিত্রটি ভালভাবে লক্ষ করুন এবং মনে রাখুন তারা কিভাবে এক সূত্রে একত্রিত হয়। চিত্রে আমরা দেখতে পাই ভোল্টেজ (V) কারেন্টকে (I) কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত করার জন্য ধাক্কা দিচ্ছে, আর রেজিস্ট্যান্স (R) তার ক্ষমতার সদ্য ব্যবহার করে কারেন্টকে বেচারাকে আটকানোর চেষ্টা করছে। এখানে ভোল্টেজ যত বেশী ধাক্কা দিবে কারেন্ট ততবেশী প্রবাহিত হব আর যতকম ধাক্কা দিবে কারেন্টও ততকম প্রবাহিত হবে। এবং রেজিস্ট্যান্স বাবজী যত বেশী আটকানোর চেষ্টা করবে কারেন্ট ততটাই কম কম প্রবাহিত হবে আর যতকম আটকানোর চেষ্টা করবে ততবেশী প্রবাহিত হবে। যদি আরো সহজ করে বলি তাহলে হচ্ছে ভোল্টেজ কারেন্ট কে যত বেশী চাপ দিবে আর রেজিস্ট্যান্স যত কম শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করবে কারেন্ট ততটাই বেশী প্রবাহিত হবে। এটা থেকে আমরা এটা বুঝি যে কারেন্ট বেচারার প্রবাহের হার ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে ওহমের সূত্র। 

• • ওহমের সূত্রের সীমাবদ্ধতা :
যদিও ওহমের সূত্রকে ইলেকট্রিকালের গুরু হিসাবে মানা হয়, তবুও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন :

• ওহমের সূত্র DC এর ক্ষেত্রে প্রযোজ্য, AC এর ক্ষেত্রে নয়।
• তাপমাত্রা পরিবর্তন হলে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
• জটিল সার্কিট সমূহে ওহমের সূত্র প্রয়োগ করে সমাধান করা যায়না।

• লেখা : Abu Rifat
• Content Writter 
•  Idea_Engineering_Solution 

আমাদের লেখাগুলো আপনার কাছে হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের ভালবাসা আমাদের আগামী দিনের পথ চলায় উৎসাহিত করে। আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখুন ইলেকট্রিক্যাল ইন্জনিয়ারিং এর  টিউটোরিয়াল : htttp://youtube.com/c/ideaengineeringsolution

ধন্যবাদ ❤

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.