Header Ads

পলিটেকনিক এর জিপিএ ও সিজিপিএ হিসাব করার পদ্ধতি

🔰জিপিএ ও সিজিপিএ হিসাব পদ্ধতি-২০১৬ প্রবিধানঃ

🔴এক সেমিস্টার এর জিপিএ হিসাব পদ্ধতিঃ

🎓ধরুন আপনার কোনো এক সেমিস্টারের মোট বিষয় ৭টি। যেমনঃ ২০১৬ প্রবিধানভুক্ত ১ম পর্বের কথা ধরা যাক।

-ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 
-বাংলা
-ইংরেজি 
-ম্যাথমেটিক্স-১
-ফিজিক্স -১
-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস
-ওয়ার্কশপ প্রাকটিস

🎓 ২. এখন প্রত্যেক সাব্জেক্টের ক্রেডিট গণনাঃ

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং =২
-বাংলা=৪
-ইংরেজি =২
-ম্যাথমেটিক্স-১=৪
-ফিজিক্স -১=৪
-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস=৪
-ওয়ার্কশপ প্রাকটিস =১

🎓তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হলঃ
∑C =২+৪+২+৪+৪+৪+১ =২১

🎓এখন ধরুন, আপনি পেলেনঃ-
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং =৩.৭৫
-বাংলা=৪.০০
-ইংরেজি =৩.৭৫
-ম্যাথমেটিক্স-১=৪.০০
-ফিজিক্স -১=৪.০০
-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস=৩.২৫
-ওয়ার্কশপ প্রাকটিস =৩.৭৫

🎓এখন প্রত্যকটা বিষয়ের পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুণ করিঃ

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং =৩.৭৫×২=৭.৫০
-বাংলা=৪.০০×৪=১৬
-ইংরেজি =৩.৭৫×২=৭.৫০
-ম্যাথমেটিক্স-১=৪.০০×৪=১৬
-ফিজিক্স -১=৪.০০×৪=১৬
-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস=৩.২৫×৪=১৩
-ওয়ার্কশপ প্রাকটিস =৩.৭৫×১=৩.৭৫

🎓ক্রেডিট দিয়ে গুণ করার পর আসুন দেখি মোট কত হলঃ
৭.৫০+১৬+৭.৫০+১৬+১৬+১৩+৩.৭৫= ∑৭৯.৭৫

🎓এবার মোট পয়েন্টকে মোট ক্রেডিট দিয়ে ভাগ করুনঃ
∑৭৯.৭৫ ÷ ∑২১ = ৩.৭৯

🎓উক্ত ৩.৭৯ ই হলো আপনার ১ম সেমিস্টারের জিপিএ।
.
❐ দেখে নিন
গ্রেড = পয়েন্ট = মার্কস (শতাংশে)
এফ = ০.০০ = (০০-৩৯)%
ডি = ২.০০ = (৪০-৪৪)%
সি = ২.২৫ = (৪৫-৪৯)%
সি+ = ২.৫০ = (৫০-৫৪)%
বি- = ২.৭৫ = (৫৫-৫৯)%
বি = ৩.০০ = (৬০-৬৪)% [ফার্স্ট ক্লাস]
বি+ = ৩.২৫ = (৬৫-৬৯) %↓
এ- = ৩.৫০ = (৭০-৭৪)%
এ = ৩.৭৫ = (৭৫-৭৯)%
এ+ = ৪.০০ = (৮০-১০০)%

⭕⭕সিজিপিএ হিসাব পদ্ধতিঃ

🎓পর্ব ভিত্তিক GPA এর গুরুত্বঃ

১ম পর্ব=৫%
২য় পর্ব=৫%
৩য় পর্ব=৫%
৪র্থ পর্ব=১০%
৫ম পর্ব=১৫%
৬ষ্ট পর্ব=২০%
৭ম পর্ব=২৫%
৮ম পর্ব=১৫%
মোট =১০০%

🎓ধরি আপনার সকল পর্বের জিপিএঃ

১ম পর্ব=৩.৫০
২য় পর্ব=৩.৬০
৩য় পর্ব=৪.০০
৪র্থ পর্ব=৩.৮২
৫ম পর্ব=৩.৯০
৬ষ্ট পর্ব=৪.০০
৭ম পর্ব=৩.৭০
৮ম পর্ব=৪.০০

🎓এখন জিপিএ এর সাথে ঐ পর্বের শতকরা জিপিএ গুন করিঃ

১ম পর্ব=৩.৫০×৫%=০.১৭৫
২য় পর্ব=৩.৬০×৫%=০.১৮০
৩য় পর্ব=৪.০০×৫%=০.২০০
৪র্থ পর্ব=৩.৮২×১০%=০.৩৮২
৫ম পর্ব=৩.৯০×১৫%=০.৫৮৫
৬ষ্ট পর্ব=৪.০০×২০%=০.৮০০
৭ম পর্ব=৩.৭০×২৫%=০.৯২৫
৮ম পর্ব=৪.০০×১৫%=০.৬০০

🎓এখন সকল পর্বের শতকরা জিপিএ গুলা যোগ করিঃCGPA=
০.১৭৫+০.১৮০+০.২০০+০.৩৮২+০.৫৮৫+০.৮০০+০.৯২৫+০.৬০০=৩.৮৪৭

🎓অতএব আপনার সিজিপিএ হবে ৩.৮৫।

লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল লিংক :  http://www.youtube.com/c/ideaengineeringsolution

• জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে : https://www.facebook.com/groups/231597184166744/

• নতুন নতুন সব পোষ্ট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ : https://www.facebook.com/ideaengineeringsolutionbd

ধন্যবাদ ✌

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.