Header Ads

সরকারী চাকুরীর প্রশ্ন ফ্যারমেট নিয়ে আলোচনা

সরকারী চাকুরীর প্রশ্ন ফ্যারমেট নিয়ে আলোচনা :

অনেকেই প্রশ্ন করে থাকেন উপ-সহকারী প্রকৌশলী পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন ? প্রশ্ন এর ফ্যারম্যাট কেমন হয় ? 


চলুন আজকে জেনে নেই সে সব প্রশ্নের উওর। মোটামুটি ভাবে বেশীর ভাগ সরকারী চাকুরীর প্রশ্ন তৈরি করে বুয়েট। তাই বুয়েটের প্রশ্ন ফ্যারম্যাট নিয়ে জানবো। 

• • ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট :


• ইলেক্ট্রিক্যাল_সার্কিটঃ

অপটিমাম ও রেজোন্যান্স এডমিশন গাইড এর সকল এসি ও ডিসি সার্কিটের সকল ম্যাথম্যাটিকস করে ফেলতে হবে। সিরিজ বা প্যারালাল ম্যাথ গুলো বুঝে বুঝে প্রেট্টিস করার চেষ্টা করতে হবে। পাশাপাশি A Text Book of Electrical Circuits (Volume-1)- B.L. Theraja and A.K. Theraja বইটা থেকে উদাহরনের ম্যাথগুলো ভালভাবে প্র্যাকটিস করতে হবে। যদি সময় হয় অনুশীলনর ম্যাথ গুলো ও করতে পারেন।

• মেশিনঃ

 অপটিমাম ও রেজোন্যান্স এডমিশন গাইড এর এসি ও ডিসি মেশিন অংশের ম্যাথ গুলো করবেন। মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, সিনক্রোনাস মোটর, অল্টারনেটর সহ সব গুলো ম্যাথসহ ওয়েভ ডায়গ্রাম ও যে প্রমাণ গুলো আছে সে গুলো পড়ে নিবেন। সাথে A Text Book of Electrical Circuits (Volume-2)- B.L. Theraja and A.K. Theraja এর মেশিন অংশের ম্যাথগুলো প্র্যাকটিস করবেন উদাহরণ ও অনুশীলনীর ম্যাথসহ।

• পাওয়া_সিস্টেমঃ

 ইন্সুলেটর ও স্যাগ এর ম্যাথগুলো করবেন এডমিশন গাইডগুলো থেকে। পাশাপাশি Principle of Power System- V.K. Mehta বইয়ের  অধ্যায় ২, ৬, ৮, ১৩, ১৭, ২১, ২৪ এর ম্যাথগুলোর উদাহরণসহ অনুশীলনীগুলো প্রেট্টিস করবেন। এই ম্যাথগুলোর সাথে জেনারেশনের ম্যাথগুলোও খুজে পাবেন। লোড ফ্যাক্ট্রর, ডিমান্ড ফ্যাক্টর, প্ল্যানট ক্যাপাসিটি, ডাইভার্সিটি  ফ্যাক্টর ইত্যাদির সূত্রসহ ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন।

• কমিউনিকেশন_ইঞ্জিনিয়ারিংঃ

রেজোন্যান্স এডমিশন গাইড এর ম্যাথগুলো করবেন। পাশাপাশি ডিপ্লোমার বইটার ম্যাথ গুলো বুঝে বুঝে করবেন। প্রায় সময় কমিউনিকেশন থেকে একসেট প্রশ্ন থাকে। 

• ইলেক্ট্রনিক্সঃ

 অপারেশনাল এম্পিফায়ার, রেকটিফায়ার, ডায়োড, ট্রানজিস্টর, ভোল্টেজ ডিভাইডার সার্কিট এর ম্যাথগুলো বুঝে বুঝে করবেন। পাশাপাশি Electronic device & Circuit Theory- Boylested বইটির থেকে Transistor, FET, MOSFET, Clipper Clamper, Rectifier, Voltage Divider Circuit, Diode, Op-Amp এর অংশগুলোর ম্যাথগুলো করবেন সাথে ডায়াগ্রাম ও অয়েভ ডায়াগ্রামগুলো বুঝে অংকন করবেন। হাফ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালি চিত্রসহ পড়ে নিবেন।

নন-ডিপার্টমেন্টের জন্য সাম্প্রতিক বিষয়বস্তুসহ ডাইজেস্ট, বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক, জর্জ এম্পি৩ বইগুলো পড়বেন। বাংলা, সাধারণ গনিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের এমসিকিউ বা এক কথায় উওরের প্রশ্ন হতে পারে। 

• অপটিমাম ও রেজোন্যান্স জব সলুশন পিডিএফ ফাইল ডাউনলোড করুন : https://drive.google.com/file/d/1V-7dA7XNGqURH14Pq8choTlJiko4pZx3/view?usp=drivesdk


• সরকারী চাকুরীর পাশাপাশি নিজের প্র্যাকটিক্যাল নলেজকে সমৃদ্ধ করুন আমাদের সাথে : https://youtu.be/JI_I1eDUXe0


সকল সরকারী চাকুরীর নিউজ সমূহ সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক কমিউনিটিতে :

http://www.facebook.com/ideaengineeringsolutionbd


ধন্যবাদ ✌

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.