একদিনে সুনামগঞ্জ ভ্রমণ | শিমুলবাগান, বারেক টিলা, যাদুকাটা নদী ও নিলাদ্রী লেক | সকল বিস্তারিত তথ্য।
টাঙ্গুয়ার হাওর হয়েও এই জায়গাগুলো ভ্রমণের সুযোগ রয়েছে কিন্তু এই ভিডিওটি যেহেতু একদিনে সুনামগঞ্জ ভ্রমণ বিষয়ক তাই আপনাদের জানানোর চেষ্টা করবো কিভাবে কম সময় এবং অর্থ ব্যয়ে সুনামগঞ্জের সবচেয়ে বেশী স্থান ভ্রমণ করতে পারবেন।
আপনি দেশের যে প্রান্ত থেকেই সুনামগঞ্জ আসুন না কেন আপনাকে চেষ্টা করতে হবে যেন খুব সকালে সুনামগঞ্জ পৌঁছাতে পারেন।
সুনামগঞ্জ থেকে প্রথমে লাউরের গড় হয়ে যাদুকাটা নদী, তারপর নদী পার হয়ে বারিক টিলার উপর থেকে যাদুকাটা নদী দেখে শিমুল বাগান যান, শিমুল বাগান থেকে নীলাদ্রী লেক ঘুরে আবার আগের পথে সুনামগঞ্জ ফিরে আসুন।
বাস স্ট্যান্ড থেকে ১০ টাকা অটো ভাড়ায় সুরমা ব্রিজের বা আব্দুর জহুর সেতুর কাছে চলে আসুন। ব্রিজের কাছে বাইক রিজার্ভ পাওয়া যায়। আবার সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকেও বাইক পাওয়া যায়। এক্ষেত্রে ভাড়ার পরিমান তারতম্য হতে পারে। একটি বাইকে চালক সহ দুইজন বসার সুযোগ রয়েছে। সারাদিন ঘুরার জন্য একটি বাইকের ভাড়া লাগবে ১০০০ থেকে ১৪০০ টাকা। আর বাইকের ভাড়া অবশ্যই দরদাম করে ঠিক করে নিতে হবে। সেই সাথে বাইক ঠিক করার সময়ই জানিয়ে দিন আপনি কোন কোন জায়গায় ঘুরতে চান।
সুনামগঞ্জ থেকে প্রথমে যেতে হবে প্রায় ২৮ কিলোমিটার দূরে যাদুকাটা নদীর পাশেই অবস্থতি লাউরের গড় নামক জায়গায়। নদী পাড় হয়ে চলে যান বারেক টিলায়। বারেক টিলার উপর থেকে যাদুকাটা নদীর দিকে তাকালে যে প্রশান্তি অনুভব করবেন তা নাগরিক জীবনের ক্লান্তি মুছে দেয়ার জন্য যথেষ্ট।
বারেক টিলা থেকে পরের গন্তব্য শিমুল বাগান। বছরের মাত্র একটি মাস শিমুল বাগানের সমস্ত গাছগুলো রক্ত লাল ফুলে ভরে থাকে। শিমুলের ডালে আগুন দেখতে হলে আপনাকে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। এছাড়া অন্য সময় গেলে সারি সারি শিমুল গাছের বাগান আপনাকে নিরাশ করবেনা।
শিমুল বাগান দেখে টেকেরঘাটের শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক দেখতে চলে যান। চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্য্যের অধিকারী।
নীলাদ্রি লেকের কাছেই রয়েছে টেকেরঘাট বাজার। টেকেরঘাট বাজার থেকে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন৷ আহামরি রকমের হোটেল-রেস্তোরা না থাকলেও সাধারণ মানের হোটেলে একবেলা খাবার খাওয়ার অভিজ্ঞতা খুব একটা খারাপ হবে না।
হাতে যদি সময় থাকে তাহলে নীলাদ্রি লেক থেকে লাকমা ছড়া দেখতে চলে যান। টেকেরঘাট থেকে অল্প দূরত্বেই ছড়ার অবস্থান। বর্ষাকালে লাকমা ছড়া দেখতে অনেকটা সিলেটের বিছনাকান্দি ও জাফলং এর মত।
এবার ফিরে আসার পালা, একই পথে ফিরে আসুন সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জে রাতের খাবার খেয়ে নিয়ে ফিরতি বাস ধরুন আপনার গন্তব্যের। সুনামগঞ্জ থেকে রাত ১০ টা থেকে ১১ টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে সকাল ৭ টার মধ্যে ঢাকা পৌঁছে যাবেন।
একদিনে সুনামগঞ্জ ভ্রমণ খরচ
ঢাকা হতে সুনামগঞ্জ যাওয়া ও আসা ভাড়া লাগবে জনপ্রতি ১১০০ টাকা। ২জনের জন্যে সারাদিনের মোটরবাইক ভাড়া লাগবে ১০০০-১৪০০ টাকা। এবং খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ এভারেজ জনপ্রতি ৫০০ টাকা।
◻️ সিলেট জেলার দর্শনীয় স্থান গুলোর বিস্তারিত ভ্রমণ ভিডিও দেখুন :
• ভোলাগন্জ বাংলার কাশ্মীর ভ্রমণ ব্লগ -https://youtu.be/3rQ1AQWfq6k
• রাতারগুল ভ্রমণ ব্লগ -https://youtu.be/zNoXRng96CE
• জাফলং ভ্রমণ ব্লগ - https://youtu.be/mS-3FT-SNzg
• বিছানাকান্দি অপার সৌন্দয্যের লীলাভুমি ভ্রমণ ব্লগ - https://youtu.be/PoU7jQHw3j8
• লালাখাল ও শাপলাবিল ভ্রমণ ব্লগ - https://youtu.be/45JkFNTDu0c
• ট্রি এডভেঞ্চার ও জিপ লাইনিং খাদিমনগর জাতীয় উদ্যানে - https://youtu.be/ypiY-c3bZz4
- - - - - - - -
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।
✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ https://www.youtube.com/c/engineersdiary
✿ ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/travelbangladesh
একদিনের সুনামগঞ্জ ভ্রমণ ভিডিও লিংক :
কোন মন্তব্য নেই