রোমাঞ্চ প্রিয়দের নতুন ঠিকানা ট্রি টপ এডভেঞ্চার ফার্ম | Tree Top Adventure Fram | Sylhet
রোমাঞ্চ প্রিয়দের নতুন ঠিকানা ট্রি টপ এডভেঞ্চার ফার্ম। নতুন কিছু ভ্রমণ অভিগ্যতার স্বাদ পেতে আমাদের ছুটে চলা। রোমাঞ্চ প্রিয়দের আকর্ষণ করতে এখানে রয়েছে জিপ লাইনিং, ট্রি টপ এডভেঞ্চার, বোটিং, ক্যাম্পিং ও অন্যান্য এ্যাকটিভিটি। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, রোমাঞ্চ প্রিয় হয়ে থাকেন তাহলে আপনার জন্য বেষ্ট প্লেস হতে পারে ট্রি টপ এডভেঞ্চার ফার্ম। শুধুমাত্র এডভেঞ্চার নয় চাইলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে কাঠের কুড়েঘরে বা ক্যাম্পিং করে থাকতে পারেন। সিলেট শহর হতে ট্রি টপ এডভেঞ্চার ফার্মের দুরুত্ব ১৩ ক.মি। টি টপ এডভেঞ্চার ফার্মে প্রবেশ টিকেট, রাইড ও কটেজের ভাড়ার বিস্তারিত তথ্য :
- - - - - - - - - - - - - - - -
• ফুল ডে প্যাকেজ - ১০০০ টাকা
সময় - সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত।
সকল রাইড, সাথে দুপুরের খাবার ও কম্প্লিমেন্টারী চা, কফি।
• হাফ ডে প্যাকেজ - ৫০০ টাকা
সময় - দুপুর ২.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত।
সকল রাইড, ও কম্প্লিমেন্টারী চা, কফি।
• কাঠের কুড়েঘরে থাকতে খরচ হবে প্রতিরাত - ২৫০০ টাকা
সাথে থাকছে সকল রাইড, সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার।
• তাবু ঘরে থাকতে খরচ হবে প্রতিরাত - ৩০০-৫০০ টাকা
বি:দ্র : টি টপ এডভেঞ্চার ফার্মে যাওয়ার আগে তাদের ওয়েবসাইট থেকে বুকিং করে নিবেন আগে থেকে। সেক্ষেত্রে আপনাকে ৫০% টাকা বিকাশ পেমেন্ট করতে হবে।
• গুগল ম্যাপ : https://maps.app.goo.gl/GPuV1JWu2fsufsqq7
• ওয়েবসাইট লিংক : www.treetopbd.com
• ফোন : 01711975210
- - - - - - - - - - - - - - - -
• কিভাবে যাবেন.?
ঢাকা থেকে আসতে চাইলে ট্রেন বা বাসে করে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে। ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড থেকে যে কোনো বাসে চলে আসতে পারেন সিলেট। সেক্ষেত্রে ভাড়া পড়বে নন এসি বাসে ৪৫০-৫০০ টাকা। বাস আপনাকে নামিয়ে দিবে কদমতলী বাস স্ট্যান্ডে। সেখান থেকে রিক্সা বা সি এন জি নিয়ে আপনাকে আসতে হবে হবে আম্বরখানা। সি এন জি ভাড়া জনপ্রতি ১৫ টাকা, রিক্সা ভাড়া ৫০ টাকা। তারপর আম্বরখানা থেকে সি এন জি রিজার্ভ করে আপনাকে যেতে হবে ট্রি টপ এডভেঞ্চার ফার্ম, লিলাপাড়া, সাহেব বাজার রোড, কালাগুল, সিলেট। সি এন জি রিজার্ভ করলে ভাড়া পড়বে ১৫০-২০০ টাকা। অবশ্যই দামাদামী করে নিবেন।
◻️ সিলেট জেলার দর্শনীয় স্থান গুলোর বিস্তারিত ভ্রমণ ভিডিও দেখুন :
• ভোলাগন্জ বাংলার কাশ্মীর ভ্রমণ ব্লগ -https://youtu.be/3rQ1AQWfq6k
• রাতারগুল ভ্রমণ ব্লগ -https://youtu.be/zNoXRng96CE
• জাফলং ভ্রমণ ব্লগ - https://youtu.be/mS-3FT-SNzg
• বিছানাকান্দি অপার সৌন্দয্যের লীলাভুমি ভ্রমণ ব্লগ - https://youtu.be/PoU7jQHw3j8
• লালাখাল ও শাপলাবিল ভ্রমণ ব্লগ - https://youtu.be/45JkFNTDu0c
• ট্রি এডভেঞ্চার ও জিপ লাইনিং খাদিমনগর জাতীয় উদ্যানে - https://youtu.be/ypiY-c3bZz4
• একদিনে সুনামগঞ্জ ভ্রমণ | শিমুলবাগান, বারেক টিলা, যাদুকাটা নদী ও নিলাদ্রী লেক ভ্রমণ ব্লগ - https://youtu.be/Y2XvSFup_yk
- - - - - - - - - - - - - - -
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।
✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ https://www.youtube.com/c/engineersdiary
✿ ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/travelbangladesh
রোমাঞ্চ প্রিয়দের নতুন ঠিকানা ট্রি টপ এডভেঞ্চার ফার্ম |দেখুন ভিডিও :




কোন মন্তব্য নেই