অটোকেড ইলেকট্রিক্যাল ইন্টারফেস। পর্ব - ০১
➤অটোকেড ( Autocad) হচ্ছে সারা পৃথিবীতে বেশী ব্যাবহৃত ইন্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার। অটোকেডের উৎপত্তি হচ্ছে Autodesk.Inc কোম্পানি থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানি ১৯৮০ সালে অটোকেড সফটওয়্যার তৈরি করেন। যে কোন ইন্জিনিয়ারিং ডিজাইন করার জন্য অটোকেড বেশী ব্যাবহার করা হয়। অটোকেড এ যে কোন স্কেল এ ডিজাইন করা সম্ভব। অটোকেডের সাহায্যে ইন্জিনিয়ারিং ডিজাইন, লোগো ডিজাইন আরো অনেক ডিজাইন করা সম্ভব। ইন্জিনিয়ারিং সেক্টর এ ডিজাইন জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা যে কোন ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ জব করে থাকেন, তাহলে আপনার জন্য ডিজাইন জানা অনেক গুরুত্বপূর্ণ।বর্তমান সময়ে আর্কিটেকচারাল, সিভিল, ইলেকট্রিকাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং শিক্ষার্থীদের জন্য অটোক্যাড একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। প্রফেশনালি অটোক্যাড জানা না থাকলে কর্মজীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অটোক্যাড শিখে চাকরীর পাশাপাশি দেশে ও দেশের বাহিরে কাজ করেও অথনৈতিক ভাবে নিজেকে স্বাভলম্বী করতে পারেন অনায়াসে। তাই আজকে আমি আপনাদের সাথে অটোকেড পরিচিতি নিয়ে কথা বলবো। আমি আপনাদের অটোকেড ইলেকট্রিকাল ইন্টারফেস নিয়ে কথা বলবো। অটোকেড এ 2D ও 3D তে ডিজাইন করা যায়। কিন্তু তার আগে আমাদের অটোকেড ইন্টারফেস নিয়ে ভাল ধারনা থাকতে হবে।
➥তাই আগে আমরা দেখে নেই অটোকেড ইলেকট্রিকাল কোর্স আউটলাইন।
➥তাই আগে আমরা দেখে নেই অটোকেড ইলেকট্রিকাল কোর্স আউটলাইন।
• অটোকেড ইলেকট্রিক্যাল ও নরমাল অটোকেডের মধ্যে পার্থক্য।
• বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল ওয়্যারস ও ওয়্যারসের লেয়ার।
• অটোকেড লাইব্রেরি থেকে কম্পোনেন্টস কিভাবে এড করতে হয়
• প্রোজেক্ট ম্যানেজার ফাংশন।
• নতুন নতুন সার্কিট বা সিম্বল তৈরি করা যায়।
• ওয়্যারস পরিচিতি :
১. অটোকেড সম্পর্কে পরিচিতি।
২. কিভাবে ওয়্যারস ডিজাইন করা হয়।
৩. কিভাবে ওয়্যারস ট্রিম করা যায়।
৪.ওয়্যারস নাম্বারিং।
• কম্পোনেন্টস পরিচিতি :
১. কিভাবে কম্পোনেন্টস এড করতে হয়।
২.কিভাবে কম্পোনেন্টস সংশোধন করতে হয়।
৩. কিভাবে কম্পোনেন্টস কপি ও মুভ করতে হয়।
৪. কিভাবে কম্পোনেন্টস ডিলিট করতে হয়।
• কাস্টমাইজিং ওয়্যারস নাম্বার।
• কিভাবে সার্কিট তৈরি করতে হয়।
• ইনকামিং ও ড্রাইভার প্যানেল ডিজাইন :
১. সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন।
২. কিভাবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে সিমেট্রিক ডিজাইন করা হয়।
৩. মেইন ইনকামিং প্যানেলের সিমেট্রিক ডিজাইন।
৪. ড্রাইভার প্যানেলের সিমেট্রিক ডিজাইন।
• কন্ট্রোল সার্কিটস ডিজাইন।
• পি.এল.সি মডিয়্যুল।
• বেসিক প্যানেল লে-আউট।
• এসিএডিই প্যানেল লে-আউট
➥ বিস্তারিত জানতে দেখেতে পারেন আমাদের অটোকেড টিউটোরিয়াল গুলো :
valuable post. Eagerly waiting for part 2
উত্তরমুছুনthanks for your valuable comment & keep watching ☺
মুছুনবিল্ডিং ডিজাইনে ফার ক্যালকুলেশন এবং সেটব্যাক রুল এ্যাপ্লাই করা বাধ্যতামুলক।
উত্তরমুছুনFAR এবং Set-Back হিসেব করার উপায় সহজভাবে বোঝানো হয়েছে এই টিউটোরিয়াল সিরিজটিতে।
Learn With Rony