ইলেকট্রিক্যাল ক্যাবেল জয়েন্ট করার পদ্ধতি সমূহ
ইলেকট্রিক্যাল ক্যাবল সঠিকভাবে জয়েন্ট করাটা আমরা অনেকেই জানিনা। সঠিকভাবে ক্যাবল জয়েন্ট না করলে অনেক সময় শর্ট সার্কিট হয় এবং দুর্ঘটনা ঘটে। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে ইলেকট্রিক্যাল ক্যাবল জয়েন্ট করা হয়।
ক্যাবল জয়েন্ট কি?
উওর : দুটি পরিবাহী যে বিশেষ উপায়ে একসাথে জোড়া লাগানো হয় তাকে ক্যাবল জয়েন্ট বল।
বিদ্যুৎ তারের ১২ প্রকার জয়েন্ট হয়।
যেমন:
১.পিগ টেইল জয়েন্ট।
২.বেল হ্যাঙ্গার জয়েন্ট।
৩.ওয়েষ্টান ইউনিয়ন জয়েন্ট।
৪.টার্নব্যাক জয়েন্ট।
৫.ব্রিটানিয়া জয়েন্ট।
৬.স্ক্রপট জয়েন্ট।
৭.দুপলেক্স জয়েন্ট।
৮.সাধারন টেপ জয়েন্ট।
৯.নট টেপ জয়েন্ট।
১০.মোচরানো টেপ জয়েন্ট।
১১.বাট স্লপীস জয়েন্ট।
১২.টেপ স্লীপ জয়েন্ট।
কোন মন্তব্য নেই