Header Ads

আর্থিং কি? আর্থিং নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা

 আর্থিং কি?  আর্থিং নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা 







  • আর্থিং কি?

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেমন হাই ভোল্টেজ, আর্থ লিকেজ কারেন্ট থেকে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিকে রক্ষা করতে কপারের তারের সাহায্যে মাটির সাথে সংযুক্ত করার প্রক্রিয়াকে আর্থিং বলা হয়। এছাড়াও কিছু কিছু স্টিটেম এর জন্য আর্থিং প্রয়োজন হয়। যেমন : জেনারেটরের নিউট্রাল ও আর্থিং, সাবস্টেশন এর ট্রান্সফরমারের জন্য আর্থিং। হাই ভোল্টেজ ও অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ ব্যবস্থা থেকে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিকে রক্ষার জন্য অার্থিং বিশেষভাবে প্রয়োজন। সাধারনত আর্থ ভোল্টেজকে শন্য ধরা হয়ে থাকে।

  • আর্থিং ব্যবস্থা কত প্রকার ও কি কি.?

আর্থিং ব্যবস্থা সাধারনত দুই প্রকার। যেমন :

১. সিস্টেম আর্থিং ব্যবস্থা:

ট্রান্সফরমার ও জেনারেটরের নিউট্রাল পয়েন্টএ যে আর্থিং করা হয় তা সিস্টেম আর্থিং নামে পরিচিত।

২. ইকুইপমেন্ট আর্থিং ব্যবস্থা:


 ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন আমাদের বাসাবাড়ির ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি কে রক্ষা করতে ইকুইপমেন্ট আর্থিং ব্যবস্থা ব্যবহার করা হয়।

  • কেন আর্থিং ব্যবহার করা হয়.?

১. আমাদের ব্যবহৃত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলোলে সুরক্ষিত রাখতে।
২. হাই ভোল্টেজ থেকে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলোলে সুরক্ষিত রাখতে।
৩. ট্রান্সফরমারের নিউট্রাল হিসাবেও আর্থিং ব্যবহার করা হয়। 
৪. লাইনের শর্ট সার্কিট ও বজ্রপাত থেকে জানমাল সুরক্ষিত রাখতে। 

  • কোথায় আর্থিং প্রয়োজন হয়.?

১.যে কোন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য  আর্থিং প্রয়োজন হয়।
২. ওভারহেড ট্রান্সমিশন লাইনে আর্থিং প্রয়োজন হয়।
৩. ট্রান্সফরমারের কানেকশন করতে আর্থিং প্রয়োজন হয়।
৪. জেনারেটরের নিউট্রাল পয়েন্ট হিসাবে আর্থিং ব্যবহার করা হয়।
৫. অফিস বা ফ্যাক্টরিকে সুরক্ষিত রাখতে আর্থিং প্রয়োজন হয়।

আর্থিং এ ব্যবহৃত উপাদনসমূহ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন :

https://ideaengineeringsolution.blogspot.com/2019/12/blog-post_61.html

BNBC পার্ট -৮ ডাউনলোড করুন  : 

https://drive.google.com/open?id=1l96GXUdhl60PQT-DLVr_j31IVACI6gzh

  • আর্থিং রিস্ক নির্নয়ের এর জন্য BNBC এর নিয়ম সমূহ :


১. স্ট্রাকচার : বিল্ডিং এর স্ট্রাকচার আর্থিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন : স্কুল, মিউজিয়াম, অডিটোরিয়াম, হসপিটালের স্থাপনার ক্ষেতে আর্থিং বিশেষ ভাবে প্রয়োজনীয়। 

২. স্ট্রাকচার টাইপ : বিল্ডিং এর স্ট্রাকচার দেখতে কেমন সেটাও আর্থিং এর জন্য গুরুত্বপূন। যেমন : স্টিল স্ট্রাকচার বিল্ডিং আর্থিং থেকে সুরক্ষিত তাই স্টিল স্ট্রাকচারে আর্থিং তেমন কোন প্রয়োজন হয়না। কিন্তু ইট, বালু ও সিমেন্টের তৈরি বিল্ডিং এ আর্থিং প্রয়োজনীয়। 

৩. ফায়ার ও লস আর্থিং এর সময় : বজ্রপাতের কারনে জীবন হানি ও বিল্ডিং এ আহুন লাগার সম্ভাবনা থাকে। তাই বিল্ডিং এর ফায়ার ও লস হিসাব করা হয়।

৪. ডিগ্রি অফ আইসোলেশন : ডিগ্রি অফ আইসোলেশন মানে বুঝায় বিচ্ছিন্নতা। আরও সহজ ভাষায় বললে বিল্ডিং শহেরের বাহিরে না অভ্যন্তরীণ। কারন ফাকা জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুব বেশী। 


৫. টাইপ অফ টেরিন : টাইপ অফ টেরিন বলতে এখানে বুঝানো হচ্ছে বিল্ডিং কি সমতল ভূমিতে না পাহাড়ি অন্ধলে। পাহাড়ি অন্ধলে ও উচু বিল্ডিং এর উপর বজ্রপাতের প্রভাব বেশী পড়ে।

৬. হাইট অফ স্ট্রাকচার : বিল্ডিং এর স্ট্রাকচার আর্থিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারন কম উচ্চতার বিল্ডিং এর থেকে উচু বিল্ডিং এ বজ্রপাত এর প্রভাব বেশী পড়ে।

৭. লাইটনিং প্রিভেলেন্স : এখানে লাইটনিং প্রিভেলেন্স বলতে বুঝানো হচ্ছে একটি দেশে বা একটি শহরে বজ্রপাত পড়ার সম্ভাবন এক এক জায়গায় বা স্থানে এক এক রকম হয় যা কিছুটা ফ্রিকুয়েন্সির উপর নির্ভর করে।


  • লাইটনিং প্রটোকশন সিস্টেম রিস্ক ইনডেক্সমেন্ট ফিগার :










  • রিস্ক ক্যালকুলেশন :

উপরোক্ত নাম্বার সমূহের সাহায্যে আমরা বিল্ডিং এর রিস্ক নির্নয় করবো। যেমন : ধরুন স্ট্রাকচার এর জন্য আমাদের বাসা ও বাড়ির জন্য রিস্ক পয়েন্ট  ২। তারপর টাইপ অফ কন্সট্রাকশন থেকে ধরলাম আমাদের বিল্ডিং ব্রিক বা ইটের তৈরি তাই রিস্ক নাম্বার হবে ৪। উপরের ছবিতে একটু খেয়াল করুন বিল্ডিং এর স্ট্রাকচার টাইপের সাথে রিস্ক নাম্বার দেওয়া আছে। আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী রিস্ক নাম্বার সিলেক্ট করবো। এভাবে ৭ টি রিস্ক ইনডেস্কমেন্ট থেকে নাম্বার সিলেক্ট করবো। ইনডেস্ক নাম্বার সি থেকে যেহেতু আমাদের অফিস বা বাড়ি খুব সাধারন কোন দামী জিনিসপত্র নেই তাই রিস্ক নাম্বার হবে ২। এভাবে আমরা সব গুলো রিস্ক নাম্বার বের করে যোগ করবো। ধরুন সবগুলো যোগ করে ৪০ পয়েন্ট হয়েছে ৪০ হয়েছে। তাহলে বিল্ডিং এর জন্য আর্থিং প্রয়োজন। যদি রিস্ক নাম্বারের যোগফল ৪০ এর নিচে ৩৫ হয় তাহলে সাধারনত বিল্ডিং এর জন্য কোন আর্থিং ব্যবস্থার প্রয়োজন নেই। 

  • আর্থ রেজিস্ট্যন্স কোথায় কত প্রয়োজন.?

সাধারনত বাসা, বাড়ি ও অফিসের জন্য ৫ ওহমসের নিচে আর্থ রেজিস্ট্যন্স হলেই চলে কিন্তু সাব স্টেশনের জন্য ১ ওহমসের নিচে থাকা আবশ্যক। 

  • বাসা-বাড়ি ও অফিসের জন্য আর্থিং করার সময় কতগুলো আর্থ পিট প্রয়োজন.?

বাসা-বাড়ি বা অফিস এর আর্থ পিটের হিসাব নির্ভর করে বাসা-বাড়ি বা অফিসের ছাদের উপর। যদি আপনার বাসা-বাড়ি বা অফিসের ছাদ ধরুন ৫০০ প্যারামিটার। এখানে প্যারামিটার মানে হচ্ছে ছাদের দৈঘ্য x প্রস্থ। তাহলে আমরা ছাদের দৈঘ্য x প্রস্থ গুন করলে প্যারামিটার পাবো। ডাউন কন্ডাক্টরের সাথে প্রত্যেক আর্থিং পিটের কানেকশন করা হয় ১০০ ফিটের মধ্যে তাই আর্থ পিট থেকে আর্থ পিটের দুরত্ব ১০০ ফিটের মধ্যে রাখাই ভালো। তারমানে হচ্ছে যদি আমরা আমাদের প্যারামিটার কে ১০০ দ্বারা ভাগ করে পিট সংখ্যা বের করতে পারি। যেমন : 
আমাদের ছাদের প্যারামিটার - ৫০০ ÷ ১০০ = ৫ টি। মানে হচ্ছে আমাদের ৫ টি আর্থ পিট প্রয়োজন। আাবার আমাদের ছাদের প্যারমিটার ৪৫০ হলেও আমাদের ৫ টি আর্থি প্রয়োজন। কারন হচ্ছে আমদের ডাউন কন্ডাক্টরের কানেককশন গুলো ১০০ ফিট দুরত্বের বেশী করা যাবেনা।
  • লাইটনিং এরেস্টরের বা এয়ার টার্মিনালের সংখ্যা নির্ণয় করার পদ্ধতি :

BNBC এর নিয়ম অনুসারে ছাদে একটি এয়ার টার্মিনাল থেকে অন্য টার্মিনালের দুরত্ব হবে সর্বোচ্চ ২৪ ফিট।  ধরি, আমাদের ছাদ ৫০০ স্কয়ার ফিট।
তাহলে ৫০০÷ ২৪ = ২০.৮৩ মানে ২১ টি এয়ার টার্মিনাল লাগবে। কিন্তু ফ্যাক্টরির জন্য Accord Alliance এর নিয়ম অনুসারে ছাদে একটি এয়ার টার্মিনাল থেকে অন্য টার্মিনালের দুরত্ব হবে সর্বোচ্চ ২০ ফিট। ধরি, আমাদের ছাদ ৫০০০ স্কয়ার ফিট।
তাহলে ৫০০০÷ ২০ = ১০০ টি এয়ার টার্মিনাল লাগবে।  প্রয়োজন অনুসারে এয়ার টার্মিনালের সংখ্যা বাড়ানো যায়। ।

লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে প্লিজ শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আরও বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে :  http://www.youtube.com/c/ideaengineeringsolution 









কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.