জেনারেটর কি? জেনারেটর নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা। জেনারেটর নিয়ে সম্ভাব্য ভাইবা প্রশ্ন ও উওর
আজকে আমরা জেনারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ টপিক জেনারেটর। অনেক চাকুরীর ভাইবায় জেনারেটর নিয়ে প্রশ্ন করে। তাই আমাদের সকলের জেনারেটর নিয়ে পরিস্কার ধারনা থাকা উচিত।
• জেনারেটর কি.?
জেনারেটর এমন প্রকার ডিভাইস যা যান্ত্রিক শক্তিকে বৈদুতিক শক্তিতে রূপান্তরিত করে। জেনারেটর সাধারনত যান্ত্রিক শক্তিকে বৈদুতিক শক্তিতে রূপান্তর করে। বিভিন্ন প্রকারের জেনারেটর পাওয়া যায়। যেমন : ডিজেল চালিত জেনারেটর, গ্যাস চালিত জেনারেটর। জেনারেটর সাধারনত AC ও DC দুই টাইপের হয়। ডিসি জেনারেটরকে সাধারনত ডায়নামোও বলা হয়।আর এসি জেনারেটর কে অল্টারনেটরও বলা হয়।
ডিসি জেনারেটরের প্রকারভেদ :
১. সেপারেটলি এক্সাইটেড জেনারেটর : এই ধরনের জেনারেটর সাধারনত বাহ্যিক সোর্স ডিসি কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে শক্তিপ্রাপ্ত হয়।
২. সেল্ফ এক্সাইটেড জেনারেটর : জেনারেটরের মাধ্যমে যে কারেন্ট উৎপন্ন হয় এই জেনারেটর সেই কারেন্ট থেকে শক্তিপ্রাপ্ত হয়। এই জেনারেটরের ক্জন্য বাহ্যিক কোন সোর্স বা লোডের প্রয়োজন হয়না।
• সেল্ফ এক্সাইটেড জেনারেটর আবার ৩ প্রকারের হয়ে থাকে। যেমন :
১.শান্ট জেনারেটর।
২.সিরিজ জেনারেটর।
৩. কম্পাউন্ড জেনারেটর।
• কম্পাউন্ড জেনারেটর আাবার ২ প্রকার হয়ে থাকে।
১. শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর
২. লং শান্ট কম্পাউন্ড জেনারেটর
• জেনারেটরের গঠনপ্রণালী :
১. ইয়ক বা ফ্রেম : জেনারেটরে বাহিরের বডি কে ইয়েক বা ফ্রেম বলা হয়। এই ইয়ক বা ফ্রেম সাধারনত কাস্ট আয়রন বা স্টিল এর তৈরি হয়ে থাকে।
২. স্টাটার ম্যাগনেট : স্টাটার ম্যাগনেট এর অভ্যন্তরে সাধারনত পোল শু বা পোল কোর থাকে। এই পোল শু সাধারনত এর অভ্যন্তরে সৃষ্টি হওয়া ম্যাগনেটিক ফিল্ড কে চারপাশে ছড়িয়ে দিতে সাহায্য করে।
৩. ফিল্ড ওয়্যাইন্ডিং : ফিল্ড ওয়্যান্ডিং সাধারনত তামার তার দিয়ে পেচানো থাকে।
৪. আর্মেচার কোর : আর্মেচার কোর বলতে বুঝানো হয় জেনারেটরের অভ্যন্তরে যে অংশটা ঘুরে তাকে বোঝানো হয়।
৫. আর্মেচার ওয়্যাইন্ডিং :আর্মেচার ওয়্যাইন্ডিং হচ্ছে আর্মেচার স্লটের একটি অংশ। যে প্যাচানো আকাড়ে থাকে।
৬. কম্যুটেটর : কম্যুটেটর দেখতে সাধারনত বিয়ারিং এর মত।
৬. ব্রাশ : এটা দেখতে সাধারনত চারকোনা আকৃতির। এটা কন্টাক্ট হিসাবে কাজ করে ও জেনারেটর আউটপুট সাপ্লাই দিয় থাকে। এটা কার্বন গ্রাফাইট দিয়ে তৈরি হয়ে থাকে।
৭.স্লিপ রিং : এই স্লিপ রিং কম্যুটেটরের সাথে সংযুক্ত থাকে।
জেনারেটরের কার্জপ্রনালী :
সহজ ভাষায় বললে যখন প্রাইম মুভারের সাহয্য জেনারেটরের আর্মেচার ঘোরানো হয় তখন এর মধ্যে ইলেক্ট্রা ম্যাগনেটিক ফিল্ড বা ভোল্টজ উৎপন্ন হয়। এর ভিতরে থাকা ব্রাশ আর্মেচারের সাথে কন্টাক্ট হিসাবে কাজ করে যা আউটপুট হিসাবে কাজ করে। জেনারেটরের ভিতরে থাকা কম্যুটেটর সাহায্যে ডিসি কে এসি তে রূপান্তর করা হয়।দেখুন কিভাবে জেনারেটর চালু ও বন্ধ করা হয়...? :
জেনারেটর নিয়ে কিছু ভাইভা প্রশ্ন উওর :
• আপনি কোন মডেলের জেনারেটর ব্যবহার করেন.?
উদাহরণ সরূপ আপনার উওর হবে G3516 l এখানে G তে বুঝানো হয়েছে জেনারেটর আর 3516 হচ্ছে জেনারেটরের মডেল নাম্বার।
• জি-৩৫১৬ দ্বারা কি বুঝানো হয়েছে.?
জি দিয়ে বুঝানো হচ্ছে জেনারেটর আর ৩৫ দিয়ে বুঝানো হচ্ছে সিরিয়াল নাম্বার ও ১৬ দিয়ে বুঝানো হচ্ছে জেনারেটরের সিলিন্ডার নাম্বার।
• জেনারেটরের ১০ টি সেন্সরের নাম কি.?
• Battery Volt Sensor
• Water Temperature Sensor
• Water Pressure Sensor
• Lube Temperature Sensor
• Cylinder Temperature Sensor
• Pick Up Sensor
• Intake Mainfold Sensor
• Oil Pressure Sensor
• PT 100 Sensor
• Knock Sensor
• কোন গ্রেডের মবিল জেনারেটরের জন্য ভালো.?
সাধারনত SAE 15W 40 এই গ্রেডের মবিল জেনারেটরের ইন্জিনের জন্য ভালো।
• ইন্জিন ডেম্পার কি.?
ইন্জিন ডেম্পার বলতে বোঝানো হয় ইন্জিনের সামনের Crankshaft এর সাথে যে হুইল ব্যবহার করে ঝাকুনি রোধ করা হয়ে তাকে ইন্জিন ডেম্পার বলে।
• ইন্জিনের জন্য গ্যাসের প্রেসার কত দরকার.?
জেনারেটর চালানোর জন্য সর্বনিম্ন ২.৫ পি.এস.আই প্রেসার দরকার। এর বেশী প্রেসার হলে ইন্জিন ফুল লোডে ভাল কাজ করে।
• জেনারেটর এর Emf equation বলতে কি বুঝায়.?
Eg = ZPΦN/60A
যেখানে,
Φ= প্রতি পোলে ফ্লাক্স,
Z= আর্মেচারের পরিবাহীর সংখ্যা,
P= পোলের সংখ্যা,
A= আর্মেচারের প্যারালাল পাথের সংখ্যা,
N= প্রতি মিনিটে আর্মেচার এর ঘুর্ণন,
Eg= আর্মেচারে প্রতি প্যারালাল পাথে উৎপন্ন ভোল্টেজ,
• একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরছে, কিন্তু কোন ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না- কারন কি?
উত্তরঃ
১. ফিল্ডে রেসিডুয়্যাল ম্যাগনেটিজম নেই।
২. জেনারেটর উল্টা ঘুরছে।
৩. ফিল্ডের কয়েল ওপেন করা।
৪. আর্মেচার কয়েল ওপেন করা।
৫. কার্বন ব্রাশ কম্যুটেটরে সাথে সংযুক্ত নেই।
• আর্মেচার লোহার তৈরি কিন্তু কম্যুটেটর তামার তৈরি, কারন কি ?
উত্তরঃ কারন আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কম্যুটেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে।
সুন্দর
উত্তরমুছুন