Header Ads

একনজরে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রসমূহ :

অনেক চাকুরী ভাইবায় প্রশ্ন করা হয় বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রসমূহের নাম ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। তাই একনজরে দেখে নেই বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রসমূহের নাম ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা :

• জলবিদ্যুৎ কেন্দ্র:

১. কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম  - ২৩০ মেগাওয়াট।

• কয়লা জ্বালিত :

১. বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, দিনাজপুর  - ৫২৫ মেগাওয়াট। 

• তেল ও গ্যাস জ্বালিত :

১. আশুগন্জ পাওয়ার প্লান্ট, ব্রামনবাড়িয়া - ৬৩৮ মেগাওয়াট।
২. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, নরসিংদী  - ৯৫০ মেগাওয়াট। 
৩. আশুগঞ্জ পাওয়ার প্লান্ট, ব্রাহ্মণবাড়িয়া - ৬০৮ মেগাওয়াট। 
৪. শিকলবাহা পাওয়ার প্লান্ট, চট্টগ্রাম - ৬০ মেগাওয়াট। 
৫. সিদ্ধিরিগঞ্জ পাওয়ার প্লান্ট, নারায়ণগঞ্জ - ২৬০ মেগাওয়াট। 
৬. এয়ারপি এনার্জি, কেরানীগঞ্জ - ৩০০ মেগাওয়াট। 
৭. প্যারমাউন্ট বিট্র্যাক এনার্জি লিমিটেড, বাঘাবাড়ী - ২০০ মেগাওয়াট।
৮.পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র,পটুয়াখালী -১৩২০ মেগাওয়াট। 

• গ্যাস টারবাইন চালিত :

১. মেঘনাঘাট পাওয়ার প্লান্ট - ৪৫০ মেগাওয়াট। 
২. আশুগঞ্জ পাওয়ার প্লান্ট - ১৪৬ মেগাওয়াট। 
৩. হরিপুর পাওয়ার প্লান্ট - ১৪৬ মেগাওয়াট। 
৪. গোয়ালপাড়া  পাওয়ার প্লান্ট - ৫৬ মেগাওয়াট। 
৫. ময়মনসিংহ পাওয়ার প্লান্ট - ২১৬ মেগাওয়াট। 
৬.সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্লান্ট - ২৪০ মেগাওয়াট। 

• গ্যাস ইন্জিন চালিত : 

১. ফেঞ্চুগঞ্জ পাওয়ার প্লান্ট - ৫১ মেগাওয়াট। 
২. গাজীপুর পাওয়ার প্লান্ট - ৫৩ মেগাওয়াট। 
৩. গোপালগঞ্জ পাওয়ার প্লান্ট - ১০০ মেগাওয়াট। 
৪. মাওনা পাওয়ার প্লান্ট - ৩৫ মেগাওয়াট। 
৫. রাওজান পাওয়ার প্লান্ট - ২৪০ মেগাওয়াট।
৬. ঘোরাশাল রিজেন্ট পাওয়ার প্লান্ট - ১০৪ মেগাওয়াট।

• পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র :

১. নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। 

দেখুন!! কিভাবে ট্রান্সমিশন লাইন কাজ করে :




লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইলেকট্রিকালের ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে ঘুরে আসতে পারেন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে : http://www.youtube.com/c/ideaengineeringsolution

সূত্র : উইকিপিডিয়া। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.