Header Ads

Rural Power Company Limited (RPCL) Job Circular 2020

• রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড (RPCL) এর নিয়োগ বিজ্ঞপ্তি :


• কোম্পানির নাম : রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড।

• জব লোকেশন : বাংলাদেশের যে কোন প্রান্তে।

• মোট পদ সংখ্যা : ১৫ টি।

• পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী,
(ইলেক্ট্রিক্যাল - ৫ জন, মেকানিক্যাল - ৫ জন)
• পদের নামঃ হিসাব রক্ষক - ২ জন 
• পদের নামঃ সিকিউরিটি সুপারভাইজার - ৩ জন। 

• ক্যাটাগরি : সরকারি ।

• লিংঙ্গ : পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে।

• বেতন : ৪০,০০০ টাকা ও অন্যান্য সুবিধা সমূহ।

• প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২০

• আবেদন শুরুর তারিখ : ১৯ মার্চ ২০২০

• আবেদনের শেষ তারিখ : ১২ এপ্রিল ২০২০

• সূত্র : দৈনিক ইওেফাক।

• সার্কুলার দেখুন :



• অনলাইনে আবেদন করুন: 

http://rpcl.teletalk.com.bd



• আবেদনের নিয়মাবলী : 


১. প্রথীগনকে http://rpcl.teletalk.com.bd বা www.rpcl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online Application ফর্ম পূরন করতে হবে।

২. অনলাইন আবেদন শুরুর তারিখ ১৯ মার্চ ২০২০ সকাল ১০ ঘটিকা থেকে ১২ এপ্রিল ২০২০ সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত। এর পরে কোন আবেদন গ্রহন করা হবে না।

৩. (১) ও (২) নং পদের জন্য শিক্ষা জীবনের কোন স্তরের তৃতীয় শ্রেনী গ্রহন যোগ্য নয়। জিপিএ/সিজিপিএ ৫ স্কেলের মধ্যে নূন্যতম ৩.০০ ও জিপিএ/সিজিপিএ ৪ স্কেলের মধ্যে ২.৫ হতে হবে।

৪.আবেদন প্রাথীর বয়স সীমা ১৮-৩০ হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর। 

৫. (১) নং পদের জন্য আবেদন ফি ১০০০ টাকা ও (২) ও (৩) নং পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা।

৬. ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী টেলিটক সিমের মাধ্যেমে আবেদন ফি পরিশোধ করতে হবে। 

• আবেদনের প্রক্রিয়া : 


১. http://rpcl.teletalk.com.bd বা www.rpcl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Online Application ফর্ম পূরন করতে হবে।

২. ফর্ম পূরন করে আপনার ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের সিগনেচার আপলোড করুন।

৩. তারপর ফর্মটি সাবমিট করুন এবং ফর্মটির পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখুন।

৪. তারপর ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করুন।

• টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধের নিয়ম  : 
আপনার ফোনো মেসেজ অপশনে যেয়ে নতুন মেসেজ অপেন করুন। তারপর লিখুন :
প্রথম মেসেজে লিখুন :

RPCL <Space> User Id তারপর মেসেজ পাঠান 16222

Example : RPCL 454567 and Send 16222

তারপর আপনার ফোনে একটি ৮ ডিজিট পিন নাম্বার সম্বলিত মেসেজ আসবে। সেই পিন কোড লিখে আবার আপনাকে দ্বিতীয় মেসেজ করতে হবে এবং আপনার ব্যালেন্স থেকে নিদিষ্ট পরিমান টাকা ( ১০০০/৭০০/৫০০) কেটে নিবে। 

দ্বিতীয় মেসেজে লিখুন :
RPCL <Space> Yes <Space> Pin লিখে মেসেজ করুন 16222 

Example : RPCL Yes 12345678 and send 16222

ফিরতি মেসেজে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এটা সংরক্ষন করে রাখুন, পরবর্তী সময়ে এডমিট কার্ড ডাউনলোড করতে কাজে লাগে। এভাবে আপনার অ্যাপলিকেশন সাবমিট কমপ্লিট হয়ে যাবে। কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমাদের।

সবার আগে সরকারি চাকুরীর খবর পেতে জয়েন করুন আমাদের ফেসবুক কমিউনিটিতে

http://www.facebook.com/ideaengineeringsolutionbd


ধন্যবাদ ✌


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.