মানবদেহের বিদ্যুৎ সহনীয় মাত্রা কত ? কোনটা বেশী বিপদজনক এসি কারেন্ট না ডিসি কারেন্ট ?
আপনি কি জানেন,
মানবদেহের বিদ্যুৎ সহনীয় মাত্রা কত ? কোনটা বেশী বিপদজনক এসি কারেন্ট না ডিসি কারেন্ট ?
•• হয়ত সামান্য পরিমান কারেন্ট আপনার শরীরে অনুভূত হয়না, কিন্তু ১০০ মিলিএম্পিয়ার কারেন্ট আপনার শরীরকে মারাত্মক বেদনাদায়ক শক দিবে। ১০০ মিলিএম্পিয়ারের উপরের কারেন্টের শক প্রানঘাতী। খুব বেশী পরিমান কারেন্ট যখন মানবদেহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন শরীরের টিস্যুগুলো পুড়ে যায়, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় ও হৃদপৃন্ডের কার্যক্ষমতা বন্ধ করে দেয়। সহজেই বুঝতে পারছেন কতটা বিপদজনক। চলুন দেখে নিন কারেন্টের রেটিং অনুযায়ী মানবদেহের সহনীয় ক্ষমতা :
• (Less than 0.5mA) কোন অনুভূতি হবে না.
• (0.5 to 2mA) সামান্য অনুভূতি.
• ( 2 to 10 mA) পেশী সংকোচন.
• ( 5 to 25mA) Painful shock, Inability to work.
• ( over 25 mA) প্রচন্ড পেশী সংকোচন.
• ( 50 to 200mA) Ventricular fibrillation.
• (Over 200mA) Paralysis of breathing.
•• কোনটি বেশী বিপদজনক এসি কারেন্ট না ডিসি কারেন্ট ?
সহজ করে বলি এসি কারেন্ট বিপদজনক কারন আমরা হাই ভোল্টেজে এসি কারেন্ট ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন করি। এইরকম একটা হাই ভোল্টেজ লাইন কয়েক সেকেন্ডেই একটি মানুষকে মেরে ফেলতে পারে। যদি আমরা হাই ভোল্টেজে এসি ও ডিসি কারেন্ট ট্রান্সমিশন করি তাহলে ডিসি কারেন্ট বেশী বিপদজনক। সাধারনত 12 V এর ব্যাটারি স্পর্শ করলে শক করেনা কিন্তু এর বেশী হলে মানবদেহের স্কিন পুড়িয়ে ফেলতে পারে।
••• হটাৎ শক লাগলে প্রাথমিক ভাবে কি করবেন ও বিদ্যুতিক সিস্টেমের নিরাপত্তা সম্পর্কে জানতে দেখুন ভিডিওতে : Knowlwdge About Electrical & Fire Work Safety: https://www.youtube.com/playlist?list=PLrIa0m3f_gauTLWAkhxMfJPGJasSqfJef
আমাদের পোষ্টগুলো আপনার কাছে হেল্পফুল মনে হলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ❤
কোন মন্তব্য নেই