সহজে শিখুন !! মাল্টিমিটারের ব্যবহার :
ইলকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে সব চেয়ে বেশী যে জিনিসটি প্রয়োজন হয় তা হচ্ছে মাল্টিমিটার। ইলেকট্রিক্যালের কাজ করবেন আর সাথে একটা মাল্টিমিটার থাকবেনা তা কি আর হয়। কারন ছোট এই বাক্সটি নিমিষেই বের করে দিতে পারে আপনার ব্যবহৃত ক্যাপাসিটর ভ্যালু , ট্রান্সজিসটর এর পিন কোনটা। ইলেকট্রিক্যাল ইন্সট্রমেন্টের মেজারমেন্ট প্রয়োজন নিমিষেই বের করে ফেলতে পারবেন কারেন্ট, ভোল্টেজ কিংবা রেজিস্ট্যান্সের মান। তাই জেনে নেই কিভাবে মাল্টমিটার ব্যবহার করবেন।
• মাল্টিমিটার সাধারনত দুই প্রকার হয়। যেমন :
১. এন্যালগ মাল্টিমিটার।
২. ডিজিটাল মাল্টিমিটার।
• এন্যালগ মাল্টিমিটার দিয়ে পরিমাপ করা একটু ঝামেলার কাজ কারন এর স্কিনে ডাইরেক্ট মান দেখায় না কাটার সাহায্যে মান দেখায়। কিন্তু ডিজিটাল মাল্টিমিটার দিয়ে খুব সহজে পরিমাপ করা যায়। মাল্টিমিটারে থাকে একটি নব যা ঘুরিয়ে ভোল্টেজ (V), কারেন্ট (A), রেজিস্ট্যান্স(R) রিডিং ও কন্টিনিউটি টেষ্ট করা যায় খুব সহজে।
• ক্লাম্প অন মাল্টিমিটারের ব্যবহার শিখুন : https://youtu.be/mwDAW8AVxs8
ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, কমেন্ট ও আপনার ব্ন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ❤
কোন মন্তব্য নেই